ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ঢাকা-জলপাইগুড়ি রুটে ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন আজ

ঢাকা ও ভারতের জলপাইগুড়ি রুটে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করা হবে আজ। শনিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।


এর আগে রেলওয়ে সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা-জলপাইগুড়ি চলাচলকারী ট্রেনটির নাম প্রম্তাব করা হয়েছে ‘মিতালী এক্সপ্রেস’। ভারতের আপত্তি না থাকলে এই নামই চূড়ান্ত হবে। গত ২১ মার্চ রেলওয়ের পক্ষ থেকে নতুন ট্রেনের প্রস্তাবিত নাম জানানো হয়।


ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুই দিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে। অন্যদিকে ভারত থেকে রবিবার ও বুধবার যাত্রার প্রস্তাব করা হয়েছে। ট্রেনটি পথে কোনো স্টেশনে দাঁড়াবে না।


বর্তমানে দুই দেশের মধ্যে ‘ঢাকা-কলকাতা’ রুটে ‘মৈত্রী’ ও ‘কলকাতা-খুলনা’ রুটে ‘বন্ধন’ নামে দুটি ট্রেন চলছে।

ads

Our Facebook Page